২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফর্মহীন খেলোয়াড় কেন একাদশে?

নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ - ছবি : এএফপি

নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম ম্যাচ শেষে স্কোর বোর্ডে চোখ বুলিয়ে যে অনভূতিটা হয় তাহলো কষ্টের। এমনিতেই বিপিএল শেষ করে বিশ্রামের সুযোগ না পাননি খেলোয়াড়রা। তাড়াহুড়ো করে ধরতে নিউজিল্যান্ডের বিমান। তারওপর সেখানে প্রতিকূল আবহাওয়া। প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ হয়নি অনেকের।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ তাই মাঠে নামার আগেই ছিলো অনেক পিছিয়ে। বাকিটা মাঠের খেলা দিয়ে পুষিয়ে দেয়ার উপায় অবশ্য ছিলো; কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন তারা। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে আগে ব্যাটিং করে ৩০০ রান না করলে ম্যাচে ফাইট দেয়া খুব কঠিন। কিন্তু বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩২ রানে।

তার ওপর আবার একাদশে এমন অনেকেই ছিলেন যারা কিছুদিন ধরে ফর্মের বাইরে। সদ্যশেষ হওয়া বিপিএলে যেসব খেলোয়াড় ফ্লপ টিমে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে থাকবেন সৌম্য সরকার। যদিও জতীয় দলে অনেক সুসময় কাটিয়েছেন তিনি। এবারের বিপিএলে প্রথম ৯ ম্যাচ খেলে করেছেন ৮০ রান। আর তাকে নিয়েই দল গঠন করা হয়েছে নিউজিল্যান্ড সফরের জন্য।

সাব্বির রহমান, আরেকটি আলোচিত-সমালোচিত নাম। ফেসবুকে ক্রিকেটপ্রেমীর সঙ্গে খারাপ আচরণের জন্য ছয় মাস তাকে নিষিদ্ধ করা হয়। কিন্তু দীর্ঘদিন মাঠের বাহিরে থাকা, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পূর্বেই তাকে দলে ফেরানো হয়। আর এটি নিয়ে খোদ নিউজিল্যান্ডসহ আন্তার্জাতিক ক্রিড়াঙ্গনে উঠেছে অনেক প্রশ্ন। নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও বিপিএলে অনেক চেষ্টা করেছেন নিজেকে ফর্মে ফেরাতে। কয়েক ম্যাচ ভালোও খেলেছেন। তবুও ধারাবহিক ফর্মে নেই।

লিটন দাস ভালো ফর্মে ছিলেন; কিন্তু ধারাবাহিক ফর্ম নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে যার ব্যাটিং বোলিং গড় সবার শীর্ষে, সেই সাকিবের ইনজুরি। সাকিবের অভাবটা অপূরণীয় এখনো। অভিজ্ঞ ও জাতীয় দলে ফর্মে থাকা ইমরুলকে না খোলানো কতটা প্রভাব ফেলছে বলা যায়, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তার।

দলের মধ্যে যদি একঝাঁক অফফর্মে থাকা অনভিজ্ঞ প্লেয়ার থাকে তবে ফলাফল খুব বেশি ভালো আশা করা কঠিন। লিগ কিংবা বিপিএলে ভালো ফর্মে থাকা কোন কোন খেলোয়াড়কে হয়তো নির্বাচকদের চোখে পড়েনি?

এই ম্যাচে পেস সহায়ক কন্ডিশনেও চার পেসার নিয়ে মাঠে নামেনি বাংলাদেশ। রুবেল হোসেন নিউজিল্যান্ডের সঙ্গে সবসময় সফলতম বোলার ছিলেন। স্কোয়াডে থাকা সত্ত্বেও তার জায়গা হয়নি একাদশে।

তবে সব কিছুর পরেও এই একাদশ নিয়েও আরো দায়িত্বশীলতার সাথে সবাই খেলতে পারলে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারতো। সিনিয়র খেলোয়ড়দের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে আগামী ম্যাচগুলোতে। আর তাহলে ভালো কিছুর আশা করাই যায়।


আরো সংবাদ



premium cement
‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান’ বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮ বিচারের পর আ’লীগকে নির্বাচন করতে দেয়া হবে : ড. ইউনূস

সকল